| রাত ৩:০০ - শুক্রবার - ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

আম্পানের নিম্নচাপ ময়মনসিংহ হয়ে ভারতে যেয়ে শেষ হবে

লোক লোকান্তরঃ  সুন্দরবন ঘেঁষে ‌‘আম্পান’ স্থলভাগে উঠে এসেছে। আম্পান স্থল নিম্নচাপে রূপ নেওয়ার মধ্য দিয়ে ময়মনসিংহ অঞ্চল হয়ে ভারতের উত্তর–পূর্বাঞ্চলে গিয়ে মুছে যাবে। এর প্রভাবে কাল বৃহস্পতিবারও বৃষ্টি হবে।

 

আবহাওয়া অধিদপ্তর সূত্রে এই তথ্য অনুযায়ী আম্পানের একটি অংশ বাংলাদেশের সাতক্ষীরা ও খুলনা অঞ্চল দিয়ে ঢুকে যশোর ও নড়াইল জেলার দিকে আজ রাতেই যাবে। তখন এর বাতাসের গতিবেগ হবে ঘণ্টায় ৯০ কিলোমিটারের মতো। সেখান থেকে মাগুরা, গোপালগঞ্জ, রাজবাড়ী, সিরাজগঞ্জ থেকে জামালপুরের দিকে এগিয়ে যাবে আজ রাত ১২টা থেকে ১টার মধ্যে। এরপর বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল হয়ে ভারতের উত্তর–পূর্বাঞ্চলে যাবে।

 

এর আগে উপকূল পেরিয়ে বিশাল এলাকাজুড়ে আম্পান স্থলভাগের দিকে আসবে। তবে একই সঙ্গে এর শক্তি ক্ষয় হবে।

 

আবহাওয়া অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে জানা গেছে, ঘূর্ণিঝড় আম্পান সাত দিন ধরে বঙ্গোপসাগর থেকে শক্তি সঞ্চয় করে নিজেকে পরিণত করেছে। এর উৎস ছিল বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে।

সর্বশেষ আপডেটঃ ১০:০১ অপরাহ্ণ | মে ২০, ২০২০