| সকাল ৮:০৬ - সোমবার - ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - ১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে নাগরবাসীর স্বাস্থ্য সেবায় হট লাইন চালু

লোক লোকান্তরঃ  চিকিৎসা সেবা নাগরিকদের দোরগোড়ায় পৌঁছে দিতে ময়মনসিংহে নাগরবাসীর স্বাস্থ্য সেবায় হট লাইন চালু করা হয়েছে। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে মেয়র ইকরামুল হক টিটুর তত্ত্বাবধানে ‘মাই ডক্টর হোম হেলথ কেয়ার সার্ভিসেস’ সহায়তায় এই টেলিমেডিসিন কার্যক্রম শুরু হয়েছে।

 

বুধবার দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশনে টেলিমেডিসিন সেন্টারের উদ্বোধন করেন সিটি মেয়র মো. ইকরামুল হক টিটু।

 

করোনা মহামারিতে সারা দেশের সার্বিক চিকিৎসা ব্যবস্থায় এক বিশাল শূন্যতা তৈরি হয়েছে। দেশের সব সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে সাধারণ রোগের চিকিৎসাসেবা প্রাপ্তিতে জনসাধারণকে মারাত্মক ভোগান্তি পোহাতে হচ্ছে।

 

 

এমতাবস্থায় ময়মনসিংহে চিকিৎসা সেবাকে নাগরিকদের দোরগোড়ায় পৌঁছে দিতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে ‘মাই ডক্টর হোম হেলথ কেয়ার সার্ভিসেস’ এর সহায়তায় টেলিমেডিসিন কার্যক্রম শুরু হয়েছে।

 

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডের অভ্যন্তরে বসবাসরত নাগরিকগণ এই সুবিধা পাবেন। শনিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সেবা দেয়া হবে। হট লাইন (০১৮৯৩৩৮২৫৬২) ফোন করে সেবা পাওয়া যাবে।

সর্বশেষ আপডেটঃ ৯:১৫ অপরাহ্ণ | মে ২০, ২০২০