| দুপুর ১২:৪৩ - রবিবার - ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ভারতে একদিনে সর্বোচ্চ আক্রান্তের নতুন রেকর্ড, আরও ১৪০ জনের মৃত্যু

লোক লোকান্তরঃ  ভারতে দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে পাঁচ হাজার ৬১১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শুধু গত ২৪ ঘণ্টার মধ্যেই করোনায় নতুন করে আরও ১৪০ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এটি একদিনে সর্বাধিক সংক্রমণের নতুন রেকর্ড।

 

আক্রান্তের দিক থেকে আগেই মহামারীটির উৎস দেশ চীনকে ছাড়িয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ছয় হাজার ৭৫০। এর মধ্যে তিন হাজার ৩০৩ জনের মৃত্যু হয়েছে।

 

করোনা সংক্রমণে ভারতের সব রাজ্যের মধ্যে বরাবরই এগিয়ে রয়েছে মহারাষ্ট্র। তবে এখন তারপরেই রয়েছে তামিলনাড়ু।

 

দক্ষিণের ওই রাজ্যে মঙ্গলবারই নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৬৮৮ জন, ফলে ওই রাজ্যে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে মোট ১২ হাজার৪৪৮ জনে।

 

মঙ্গলবার পর্যন্ত মহারাষ্ট্রের পরেই করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় স্থানে ছিল গুজরাট। কিন্তু একদিনের মধ্যে তাকে টপকে গেল তামিলনাড়ু। গুজরাটে এখন মোট করোনা আক্রান্ত ১২ হাজার ১৪০ জন।

 

রোববার চতুর্থ দফার লকডাউন আরও দুই সপ্তাহ বাড়িয়ে ৩১ মে পর্যন্ত করা হয়েছে। কিন্তু করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় ফের রেকর্ড দেশটিতে আশঙ্কা বাড়িয়ে দিয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১:৪৫ অপরাহ্ণ | মে ২০, ২০২০