| সকাল ১০:১০ - রবিবার - ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে ওড়না পেঁচিয়ে ফাঁস দেওয়া অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার

লোক লোকান্তরঃ   ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ঘরের ধরনায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেওয়া অবস্থায় ফাতেমা খাতুন (২০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (১২ মে) রাতে উপজেলার ভবানীপুর ইউনিয়নের কান্দানিয়া ভাটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্র জানায়, ছয় মাস আগে স্থানীয় বাবলুর সাথে বিয়ে হয় ফাতেমার। অনেকদিন ধরেই তাদের মধ্যে ঝগড়া বিবাদ চলছিল। কয়েকবার মারধরেরও শিকার হয়েছেন ওই নারী। ঘটনার দিনও ঝগড়া হয়েছে স্বামীর সঙ্গে।

 

এরপর রাতে ঘরের ধরনায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়া অবস্থায় তাকে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকে ওই নারীর স্বামী বাবলুসহ তার পরিবার পলাতক রয়েছে।

 

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে এটি হত্যা নাকি আত্নহত্যা। এ ঘটনায় পলাতক স্বামীকে আটকের চেষ্টা চলছে।

সর্বশেষ আপডেটঃ ৫:৩৯ পূর্বাহ্ণ | মে ১৩, ২০২০