| দুপুর ১:২৮ - শনিবার - ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে গণধর্ষণ মামলার অন্যতম আসামি গ্রেফতার

লোক লোকান্তরঃ  গণধর্ষণ মামলার অন্যতম আসামি সোহাগকে বুধবার শ্বশুর বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। ময়মনসিংহের নান্দাইল উপজেলার বারুইগ্রাম চৌরাস্তা এলাকায় তাকে গ্রেফতার করা হয়।

 

নান্দাইল মডেল থানার ওসি তদন্ত আবুল হাসেমের নেতৃত্বে ছদ্মবেশে সঙ্গীয় এসআই আবদুল করিম, পিএসআই মিথুন ও এএসআই শাহিনকে নিয়ে ওই আসামিকে গ্রেফতার করা হয়।

 

জানা যায়, সোহাগ চন্ডিপাশা ইউনিয়নের বারুইগ্রামের গণু মিয়ার ছেলে। তিনি নারী ও শিশু আইনে করা মামলার অন্যতম আসামি।

 

এ ব্যাপারে ওসি (তদন্ত) আবুল হাসেম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘ দিন ধরে গণধর্ষণ মামলার আসামিরা বিভিন্নভাবে পালিয়ে বেড়াচ্ছিলেন। তন্মধ্যে আলম নামে এক আসামিকে গ্রেফতারের পর এবার অন্যতম আসামি সোহাগকে গ্রেফতার করতে পেরেছি।

 

মামলার অন্য আসামিদেরকেও গ্রেফতারের জোরচেষ্টা অব্যাহত আছে। বৃহস্পতিবার সোহাগকে ময়মনসিংহ জেলহাজতে পাঠানো হয়।

 

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে নান্দাইল চৌরাস্তা বারুইগ্রাম এলাকায় একটি পরিত্যক্ত দোকানের ভেতর হাত-পা বাঁধা অবস্থায় নান্দাইলের মোয়াজ্জেমপুর ইউনিয়নের এক তরুণীকে জোরপূর্বক গণধর্ষণ করা হয়েছিল।

সর্বশেষ আপডেটঃ ৯:২৫ অপরাহ্ণ | মে ০৭, ২০২০