| দুপুর ১:৩০ - রবিবার - ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

করোনাভাইরাসে আক্রান্ত সংসদ সদস্য যিনি

লোক লোকান্তরঃ  বাংলাদেশে প্রথমবারের মতো এক সংসদ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত শহীদুজ্জামান সরকার নওগাঁ-২ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য।

 

সংসদে সরকারদলীয় হুইপ আতিউর রহমান আতিক শুক্রবার রাতে বলেন, “আজ শহীদুজ্জামান সরকারের রিপোর্ট পজিটিভ এসেছে।”

 

শহীদুজ্জামান সরকার বর্তমানে সংসদ সদস্য ভবনে (ন্যাম ফ্ল্যাট) বরাদ্দ পাওয়া ফ্লাটে আছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের আরেক সংসদ সদস্য।

 

শহীদুজ্জামান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।

 

তিনি আরও জানান,  সম্প্রতি তার নির্বাচনী এলাকা থেকে ঢাকায় ন্যাম ফ্ল্যাটে আসেন। বৃহস্পতিবার তার শরীর থেকে নেওয়া নমুনা করোনাভাইরাস পরীক্ষার জন্য পাঠানো হয়। আজ শুক্রবার ওই পরীক্ষার ফল পজেটিভ আসে।

 

আক্রান্ত এমপির বয়স ৬০ বছর এবং তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বর্তমানে তিনি হোম আইসোলেশনে আছেন।

সর্বশেষ আপডেটঃ ১১:৪৮ অপরাহ্ণ | মে ০১, ২০২০