| সন্ধ্যা ৭:৫৭ - বুধবার - ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৮শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

বুধবার ময়মনসিংহে ডাক্তারসহ ৯ জনের করোনা শনাক্ত, দু’জনের মৃত্যু

লোক লোকান্তরঃ  ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে বুধবার ১৮৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। পরীক্ষায় ৯ জনের দেহে করোনা পজেটিভ পাওয়া গেছে। এদের মাঝে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের আরো একজন ডাক্তার ও ছয়জন স্বাস্থ্যকর্মীসহ ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া মৃত্যু হয়েছে দু’জনের।

 

জানা যায়, একজন ডাক্তার ও ছয়জন স্বাস্থ্যকর্মী ছাড়া নগরের ভাটিকাশরের ১ জন ও  জামালপুর জেলার মাদারগঞ্জে ১ জনের দেহে কোভিড-১৯ পজেটিভ পাওয়া গেছে।

 

সিভিল সার্জন ডা. এ বি এম মসিউল আলম জানান, বুধবার আইসোলেশনে চিকিৎসাধীন ফুলবাড়িয়া উপজেলার আরাফাত হোসেন (১৭) নামে একজন ও গাজীপুর জেলার মাওনার রাজিব (৩০) নামে অপরজনকে মারা যায়। তাদের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মরদেহ হস্তান্তর করা হবে।

 

আরাফাত হোসেন গত দু’দিন আগে নিউমোনিয়া নিয়ে এসকে হাসপাতালে ভর্তি হয়।

 

এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭২ জনে। এছাড়া এক সপ্তাহের ব্যবধানে এস কে হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন ফুলপুরের কৃষক আব্দুল কাদির (৫০), ত্রিশালের ব্যবসায়ি মেহেদী হাসান রনি (২০) ও জামালপুরের দেওয়ানগঞ্জের দুলাল (৪০) মারা গেছেন।

সর্বশেষ আপডেটঃ ১০:৪৮ অপরাহ্ণ | এপ্রিল ২২, ২০২০