| ভোর ৫:৩৯ - রবিবার - ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বঙ্গবন্ধুকে নিয়ে গাইলেন নচিকেতা

বিনোদন: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা একটি গানে কণ্ঠ দিলেন জীবনমুখী গানের শিল্পী নচিকেতা। শনিবার কোলকাতার একটি স্টুডিওতে নচিকেতা এ গানে কণ্ঠ দিয়েছেন। গানটির কথা- ‘বঙ্গবন্ধু তুমি ¯^প্ন বাঙালির/হাজার বছর ধরে/বঙ্গবন্ধু তুমি ভোরের সূর্য/ উঠুক পৃথিবী জুড়ে।’ জন হাজংয়ের লেখা এ গানটির সুর করেছেন যাদু রিছিল। সংগীতায়োজনে আছেন মুশফিক লিটু। জাতির জনককে এই গানের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করতে পেরে দারুণ উচ্ছ¡াস প্রকাশ করেছেন নচিকেতা। তিনি বলেন, বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে গান গাইতে পেরে আমি গর্বিত। যার ডাকে বাঙালি জাঁতি একাত্তরে মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল এবং ¯^াধীনতা ছিনিয়ে এনেছিল। বঙ্গবন্ধুর মতো এত বড় মহান নেতার প্রতি এই গানের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করতে পেরে একজন শিল্পী হিসেবে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।
গানটি ‘বঙ্গবন্ধু তুমি ¯^প্ন বাঙালির’ অ্যালবামে সংযোজন করা হবে। এ অ্যালবামে আরো কণ্ঠ দিয়েছেন সুবীর নন্দী, ফাহমিদা নবী ও শুভমিতা। এ ছাড়া খুব শিগগিরই কণ্ঠ দেবেন আশরা কুনওয়ার (নেপাল), সাংগে হ্লাদেন শেরিং (ভুটান), ডেভিড (শ্রীলঙ্কা) এবং শালাবি (মালদ্বীপ)। মুজিব বর্ষ উপল¶ে ‘বঙ্গবন্ধু তুমি ¯^প্ন বাঙালির’ অ্যালবামটি প্রকাশ করা হবে।

সর্বশেষ আপডেটঃ ১২:১৬ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০৩, ২০১৯