| রাত ১১:১৩ - মঙ্গলবার - ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ - ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

অাবু ওয়াহাব অাকন্দের নির্বাচনী প্রচারণা শুরু

স্টাফ রিপোটার:  ময়মনসিংহ সদর -৪ আসন থেকে ধানের শীষ মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অাবু ওয়াহাব অাকন্দ। এই আসন থেকে জাতীয়র পার্টির নেতা রওশন এরশাদ লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করবেন।

 

ময়মনসিংহ জেলা প্রসাশকের সম্মেলন কক্ষে আজ সকাল ১০টা থেকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস প্রার্থী ও তাদের প্রতিনিধিদের হাতে বরাদ্দকৃত প্রতীক তুলে দেন।

 

এদিকে জল্পনার অবসান ঘটিয়ে ময়মনসিংহ সদর-৪ আসন থেকে অাবু ওয়াহাব অাকন্দ বিএনপির প্রতিনিধিত্ব করায় তার সমার্থকরা মিষ্টি বিতরণ করেছে। শুরু করেছেন প্রচার প্রচারনাও।

 

অাবু ওয়াহাব অাকন্দ বলেন, দল আমার উপর ভরসা করে মনোনয়ন দিয়েছে। আমি আশাবাদী, আমার উপর দলের এই ভরসা রাখার মর্যাদা দিতে পারবো।

এদিকে প্রতীক বরাদ্দের পর ধানের শীষের প্রচারনায় ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সেক্রেটারি তানভির আহামেদ রবিনের নেত্রিত্বে একটি মিছিলসহ দলীয় এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের স্লোগান দিয়ে দলীয় কার্যালয়ের সামনে যেয়ে উপস্থিত হতে দেখা গিয়েছে।

 

 

সর্বশেষ আপডেটঃ ৭:১৯ অপরাহ্ণ | ডিসেম্বর ১০, ২০১৮