| সকাল ৭:০২ - সোমবার - ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ৪ঠা জিলকদ, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে বাস উল্টে চালক নিহত, আহত ১০

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ   ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশাল উপজেলার গুজিয়াম এলাকায় শুক্রবার রাত ১টার দিকে ময়মনসিংহগামী অনিক পরিবহন নামের একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে উল্টে যায়।

 

এতে ঘটনাস্থলেই গাড়ীর চালক নিহত ও অন্তত ১০ যাত্রী আহত হয়। নিহতের নাম ইসমাইল হোসেন (৪০)। সে জেলার গৌরীপুর উপজেলার আব্দুল কাদের মেম্বারের ছেলে বলে নিশ্চিত করেছেন ত্রিশাল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রুবেল খান।

 

এ ঘটনায় আরো অন্তত ১০ যাত্রী আহত হয়েছে। আহতরা হলেন, নেত্রকোনা জেলার সদর উপজেলার গজাইকান্দি গ্রামের পারভিন আক্তার (২৬), সাজেদা বেগম (৬০), হ্যাপী (২০), রবিন (১৫), মনিরুল ইসলাম (২০), এনামুল হক (৭), শ্রীপুর উপজেলার গোড়াসিংগা গ্রামের আরিফ (২৭) ত্রিশাল উপজেলার কুর্ষানগর গ্রামের হাসিমুল ইসলাম (২৫) ও অজ্ঞাত আরো দুইজন।

 

খবর পেয়ে ত্রিশাল ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

 

ত্রিশাল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রুবেল খান জানান, পরিবারের কোন আপত্তি না থাকায় নিহত চালক ইসমাইল’র মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৫:১২ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০৮, ২০১৮