| রাত ১:০২ - মঙ্গলবার - ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ - ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ময়মনসিংহ-জামালপুর সড়কে বাস উল্টে খাদে, উদ্ধারকর্মী নিহত

লোক লোকান্তরঃ  ময়মনসিংহ-জামালপুর সড়কের লাহিড়িকান্দায় একটি বাস উল্টে রাস্তার পাশে খাদে পড়ে। তাদের উদ্ধার করতে গিয়ে স্থানীয় একজন উদ্ধারকর্মী বিদ্যুতায়িত হয়ে নিহত হয়েছেন।

 

বুধবার ভোর সাড়ে ৪টায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটির অন্তত ২০ জন যাত্রী আহত হন।নিহত গোল মাহমুদ (২৮) ওই এলাকার মোহনপুর বেপারিপাড়ার বাসিন্দা।

 

জামালপুর সদর থানার ওসি মো. নাছিমুল ইসলাম জানান, ঢাকা থেকে বকশিগঞ্জগামী বৈশাখী পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১১-৪১০৭) ময়মনসিংহ-জামালপুর সড়কের লাহিড়িকান্দা পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটিকে ধাক্কা দিয়ে উল্টে খাদে পড়ে।

 

এতে বিদ্যুতের খুঁটি ভেঙে তার মাটিতে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধার কাজে অংশ নেয়। এ সময় বিদ্যুতের সচল তারের স্পর্শে গোল মাহমুদ নিহত হন।

 

খবর পেয়ে জামালপুর দমকলবাহিনীর উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

 

ফাইল ছবি

সর্বশেষ আপডেটঃ ৫:২৯ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ২১, ২০১৮