| সন্ধ্যা ৬:১৪ - রবিবার - ১লা সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৭ই ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ - ২৭শে সফর, ১৪৪৬ হিজরি

ময়মনসিংহের বাঘমারা রেলক্রসিংএ বিজয় এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনের কাছে বাঘমারা রেলক্রসিংএ চট্রগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে।

 

ফলে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে মোহনগঞ্জ, ভৈরব ও জারিয়া-ঝাঞ্জাইল রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে রাত ১১টা নাগাদ ওই রেলপথসহ চট্রগ্রামগামী বিজয় এক্সপ্রেসের যাত্রা স্বাভাবিক হতে পারে বলে স্টেশন সুপারিনটেনডেন্ট জহিরুল হক জানিয়েছেন।

 

ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশন সুপারিনটেনডেন্ট জহিরুল হক জানান, চট্রগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিনের মতো ময়মনসিংহ জংশন স্টেশনের ওয়াশ ফিড লাইন থেকে বের হয়ে মেইন লাইনে ঢুকার সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। খবর পেয়ে লোকোসেড থেকে উদ্ধারকারি রিলিফ ট্রেন রাত ৮টায় ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।

 

রাত ১১টা নাগাদ ওই রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে বলে জানান তিনি। তিনি জানান, বগি লাইনচ্যুত হওয়ায় ওই লাইনের কিছুটা ক্ষতি হয়েছে। মোহনগঞ্জ, ভৈরব ও জারিয়া-ঝাঞ্জাইল রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৮:৩৯ অপরাহ্ণ | নভেম্বর ১৭, ২০১৭