| রাত ১:০৩ - মঙ্গলবার - ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ - ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ময়মনসিংহে আবিস্কৃত জঙ্গী আস্তানায় পুলিশের রিজার্ভ মোতায়েন

লোক লোকান্তরঃ   ময়মনসিংহ নগরীর কালিবাড়ীর ১৭০ নং আবিস্কৃত জঙ্গী আস্তানায় পুলিশের রিজার্ভ মোতায়েন করা হয়েছে।

 

মঙ্গলবার ( ৪ এপ্রিল  ) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় কালিবাড়ীর ১৭০ নং বাড়িটিতে আইনশৃংখলা বাহিনীর একদল রিজার্ভ পুলিশ মোতায়েন করা রয়েছে।

 

এসময় ওই বাড়িতে থাকা কর্তব্যরত পুলিশের এসআই আনোয়ার হোসেন বলেন, পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত বাড়িটিতে পুলিশের পাহাড়া চলবে।

 

উল্লেখ্য, গত সোমবার ( ৩ এপ্রিল  ) দুপুর থেকে সাড়ে তিনটা পর্যন্ত এই অভিযানে আটক করা এক মেডিকেল শিক্ষার্থীসহ সাত সন্দেহভাজন জঙ্গীকে । তাদের কাছে উদ্ধার করা হয় দুইটি কম্পিউটার, একটি হোন্ডা ও আল আরাফা ব্যাংকের একটি চেক বই, কথিত জিহাদী বইপুস্তক।

 

এদিকে গতকাল সোমবার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেছিলেন চেক বইয়ের মাধ্যমে লেনদেনকৃত অর্থ জঙ্গী তৎপরতায় ব্যবহার হয়ে থাকতে পারে ।

 

অন্যদিকে কোতোয়ালি থানার ওসি মো কামরুল ইসলাম জানিয়েছেন, সোমবার ( ৩ এপ্রিল  ) রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজের বাঘমাড়া ছাত্রাবাস ও নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে পুলিশ। কিন্তু অভিযান চলাকালে পুলিশ কেউ আটক হয়নি।

সর্বশেষ আপডেটঃ ১১:২২ পূর্বাহ্ণ | এপ্রিল ০৪, ২০১৭