| সকাল ৯:০১ - শুক্রবার - ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ - ১৪ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ময়মনসিংহের মাহমুদউল্লাহকে চ্যাম্পিয়ন খেলোয়াড় বলে দ্রুত ফেরার আশা ব্যক্ত করেন মাশরাফি

লোক লোকান্তরঃ  বেশ কিছুদিন থেকেই কোন ফরম্যাটেই কথা বলছে না ময়মনসিংহের ছেলে মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাট। বল হাতে মাঝে মাঝে কিছুটা ঝলক দেখাতে পারলেও, তার উইকেট নিতে যেন প্রতিপক্ষ বোলারের কোন কষ্টই করতে হচ্ছে না। তাইতো বাজে পারফরম্যান্সের জন্য বাদ পড়েন নিজেদের শততম টেস্টে।

 

এসময় সীমিত ওভারের ক্রিকেট থেকেও বাদ দেওয়ার কথা ওঠে। তাকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্তও নেওয়া হয় টিম ম্যানেজমেন্ট থেকে। কিন্তু সীমিত ওভারে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার হস্তক্ষেপে শেষ পর্যন্ত ওয়ানডে দলে টিকে যান রিয়াদ এবং শ্রীলঙ্কাতেই থেকে যান।

 

সাদা পোশাকে দল থেকে বাদ পড়লেও রিয়াদকে নিয়ে কোন সংশয় দেখছেন না মাশরাফি। বাংলাদেশ অধিনায়কের বিশ্বাস, চ্যাম্পিয়ন খেলোয়াড়ের মতই ফিরবেন মিডল অর্ডারের অন্যতম অভিজ্ঞ এই কান্ডারি। অনুশীলন শেষে রিয়াদ প্রসঙ্গে এমনটাই জানান মাশরাফি।

 

অধিনায়ক বলেন, ‘আমার মনে হয়, দল জিতেছে, অন্য কিছু ভাবার চেয়ে দলের অংশ হিসেবে ওরও খুশি লাগছে। ওরও এটা ভালো লাগবে। এটাই স্বাভাবিক। এখান থেকে ও নিজেকে বুস্ট আপ করতে পারবে। সামনে যে ম্যাচ আছে, সেখানে ও খেলুক বা না খেলুক নিজেকে প্রস্তুত করে তুলবে। ওর হয়তো সময় খারাপ চলছে কিন্তু চ্যাম্পিয়ন খেলোয়াড় সব সময় ফিরে আসে, রিয়াদও ফিরবে।’

 

দল থেকে বাইরে থাকা, বড় কিছু নয়। এটা হতেই পারে, এটাকে স্বাভাবিকভাবে নিয়ে নিজেকে আবার প্রস্তুত করতে হবে বলেই মনে করেন মাশরাফি, ‘এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। খেলোয়াড় হিসেবে সব কিছু আপনার পক্ষে যাবে না। অনেক সময় মনে হবে যে, আমাকে আর একটা সুযোগ দিলে হয়তো আমি ভালো করতে পারতাম। তবে এ ধরনের ব্যাপার মেনে নিতে হবে।’

 

মাহমুদউল্লাহ মানসিকভাবে যেন ভেঙে না পড়ে তার জন্য দলের সবাই চেষ্টা করছেন, এমনটাই জানান মাশরাফি, ‘রিল্যাক্স থাকা সব চেয়ে গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক ক্রিকেটে পারফর্ম করতে গেলে, রিল্যাক্স থাকাটা জরুরি। ও যেন রিল্যাক্স থাকে, ও যেন নিজেকে দলের জন্য বোঝা না ভাবে। ছয় মাস আগে যেভাবে পারফর্ম করেছে, সেটা যদি আবার দেখাতে পারে, সেটাই দলের উপরে দারুণ প্রভাব ফেলবে। আমি বিশ্বাস করি সে আবারও দৃঢ়ভাবে ফিরে আসবে। পুরো দল তাকে মানসিকভাবে ভালো শক্ত রাখার চেষ্টা করছে।’

 

সূত্র: দ্য ডেইলি স্টার

সর্বশেষ আপডেটঃ ১:৫০ অপরাহ্ণ | মার্চ ২১, ২০১৭