| রাত ১২:৫০ - মঙ্গলবার - ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ - ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ময়মনসিংহের এসপিকে তলব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের

লোক লোকান্তরঃ    একটি যুদ্ধাপরাধের মামলায় মৃতকে জীবিত দেখিয়ে তদন্ত প্রতিবেদন দেওয়ায় ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলামকে তলব করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

 

মঙ্গলবার বিচারপতি শাহিনুর রহমানের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল বেঞ্চ আগামী ১৬ ফেব্রুয়ারি এসপিকে সশরীরে হাজির হয়ে ট্রাইব্যুনালে এ ব্যাপারে ব্যাখ্যা দিতে আদেশ দিয়েছেন।

 

একই সঙ্গে পুলিশের মহাপরিদর্শককে এ ব্যাপারে লিখিত জবাব দিতে বলেছেন ট্রাইব্যুনাল।

 

ট্রাইবুন্যালের প্রসিকিউটর ঋষিকেশ সাহা জানান, এ ব্যাপারে ১৬ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে।

 

ময়মনসিংহের ফুলবাড়িয়ার বাসিন্দা ওয়াজউদ্দিন ২০১৬ সালের ৭ মে মারা যান। তার বিরুদ্ধে একাত্তরে রাজাকার বাহিনীর হয়ে বিভিন্ন যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে। মৃত্যুর নয় মাস পরও ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে মামলা চলছে।

 

মামলা সূত্রে জানা গেছে, গত বছর ২৯ মার্চ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। ১৬ জুন পুলিশের পক্ষ থেকে জানানো হয় আসামি পলাতক। এর ৯ দিন পর আত্মসমর্পণ করে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়। একই বছরের ১১ ডিসেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

 

পরে বিষয়টি জানাজানি হলে প্রসিকিউশন তা ট্রাইব্যুানালের নজরে এনে এ ব্যাপারে ব্যবস্থার আবেদন করে।

 

ফাইল ছবি

সর্বশেষ আপডেটঃ ৫:২৭ অপরাহ্ণ | জানুয়ারি ৩১, ২০১৭