| ভোর ৫:৩৮ - রবিবার - ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ - ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সাংবাদিক নাজমুল হুদার মুক্তি দাবিতে ময়মনসিংহে মানবন্ধন

লোক লোকান্তরঃ  সাভারের আশুলিয়ার গার্মেন্টস কারখানা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জের ধরে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতার দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক নাজমুল হুদার নি:শর্ত মুক্তি দাবিতে মানববন্ধন করেছে ময়মনসিংহের সাংবাদিক সমাজ।

 

রোববার সকাল ১১ টার দিকে নগরীর ঐতিহাসিক ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধন চলাকালে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ময়মনসিংহ প্রতিনিধি সৈয়দ নোমান এর সভাপতিত্বে ময়মনসিংহ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি অমিত রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের (এমইউজে) সভাপতি আতাউল করিম খোকন, ময়মনসিংহ রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ মো: শামসুল আলম খান, আইয়ুব আলী, নিয়ামুল কবির সজল, আ.ন.ম ফারুক, হোসাইন শাহীদ, প্রদীপ ভৌমিক, এম.আব্দুল্লাহ আল মামুন খান প্রমুখ।

 

এ সময় উপস্থিত ছিলেন মাছরাঙার প্রতিনিধি শরীফুজ্জামান টিটু, সময় টিভির ব্যুরো প্রধান হারুন অর রশিদ, প্রথম আলোর অফিস প্রধান কামরান পারভেজ, দৈনিক লোক লোকান্তরের নির্বাহী সম্পাদক সাহিদুল আলম খসরু, মানবকন্ঠের জেলা প্রতিনিধি আমান উল্লাহ আকন্দ জাহাঙ্গীরসহ জাতীয় ও স্থানীয় মিডিয়ার প্রতিনিধি, কর্মকর্তাগন।

 

মানববন্ধনে বক্তারা বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের দায়ে সাংবাদিক নাজমুল হুদাকে মিথ্যা মামলায় গ্রেফতার করে অসহনীয় নির্যাতন চালানো হচ্ছে। সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতেই একটি চক্র সাংবাদিকদের নিজেদের প্রতিপক্ষ বানানোর হীন প্রয়াস নিয়েছে। অবিলম্বে সাংবাদিক নাজমুল হুদাকে নি:শর্ত মুক্তি না দিলে গোটা দেশের মতো ময়মনসিংহেও দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

সর্বশেষ আপডেটঃ ১:৩৯ অপরাহ্ণ | জানুয়ারি ২২, ২০১৭