| সকাল ১১:১২ - শুক্রবার - ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ - ১৪ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ময়মনসিংহে রহিঙ্গা মুসলিম গনহত্যা বন্ধের দাবিতে মানবন্ধন

নিজস্ব প্রতিবেদকঃ   মিয়ানমারে রহিঙ্গা মুসলিম গনহত্যা বন্ধের দাবিতে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা সদরে মানবন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (১১ ডিসেম্বর) বেলা ১০টায় গৌরীপুর উপজেলা শাখা ইত্তেফাকুল উলামার উদ্যোগে রহিঙ্গা মুসলিম গনহত্যা ও জাতিগত উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদে আন্তর্জাতিক ফোরামের দৃষ্টি আর্কষনের লক্ষে এ বিশাল মানব বন্ধন অনুষ্টিত হয়।

 

এদিকে মানবন্ধন শেষে ইত্তেফাকুল উলামা বৃহত্তর ময়মনসিংহ  স্থানীয় আলেম-উলামাগণ উপজেলার কেন্দ্রস্থল হারুনপার্কে বিশাল এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন। সমাবেশে উপজেলার বিভিন্ন মাদ্রাসার আলেম-উলামা, ব্যবসায়ী, সাংবাদিক সহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। মায়ানমারের জাতিগত সহিংসতায় মুসলিম হত্যার প্রতিবাদে সমাবেশে মায়ানমারে মুসলিম হত্যা বন্ধে কার্যকরী পদক্ষেপ নেয়ার দাবি জানান অংশগ্রহণকারীরা।

 

দেশের সরকারের উদ্দেশ্যে বক্তারা বলেন, মায়ানমার সীমানা বন্ধ না করে এখনই খুলে দেয়া হোক, যাতে আমাদের মুসলিম ভাই বোনরা আমাদের দেশে এসে জীবন রক্ষা করতে পারে।

 

মানববন্ধবনে বক্তব্য রাখেন, মাওঃ সুলতান মাহমুদ, মাওঃ মতিউর রহমান, ফরিদ আহাম্মদ,মাওঃ সামসুল হক, গৌরীপুর বড় মসজিদের সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মদ, আলহ্জা হাফেজ মোস্তাকিম, মাওঃ হুজাইফা, মাওঃ আব্দুল হান্নান, মুফতি আব্দুল্লাহ, মাওঃ তাজুল ইসলাম,মুফতি জিনাইদ হোসাইন প্রমুখ।

 

অনুষ্ঠানটি সভাপতিত্ব,পরিচালনা ও দোয়া পরিচালনা করেন মুফতি নাজিম উদ্দিন প্রমুখ । এছাড়াও গৌরীপুরের সর্বস্তরের মুসলিম জনতা উপস্থিত ছিলেন, । প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে কমপক্ষে ৫ হাজার মানুষ অংশ নেয়।

সর্বশেষ আপডেটঃ ৪:৪১ অপরাহ্ণ | ডিসেম্বর ১১, ২০১৬