| রাত ১২:৪৯ - মঙ্গলবার - ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ - ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ময়মনসিংহে এক প্রাইভেট হাসপাতালকে ২ লক্ষ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টারঃ   ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকায় অভিযান চালিয়ে হলি হোমস নামক এক প্রাইভেট হাসপাতালকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

রবিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ এরশাদ উদ্দিন নেতৃত্বে  ভ্রাম্যমাণ আদালত এই অভিযান চালায়।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, অভিযানের সময় হলি হোমস নামক এই প্রাইভেট হাসপাতালে প্রচুর নেশা জাতীয় ইঞ্জেকশান, নকল ইঞ্জেকশান, বিভিন্ন মেয়াদবিহীন ইঞ্জেকশান ও মেয়াদবিহীন ওষুধ পাওয়া যায়। এছাড়া অভিজানের সময় হাসপাতালটিতে কোন ডাক্তার বা নার্স ছিলনা।

 

এসব অপরাধের দায়ে হাসপাতালের মালিককে ২ লক্ষ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত এবং এসময় জব্দ করা বিভিন্ন নকল ও নেশা জাতীয় ইঞ্জেকশান ও ওষুধ ধ্বংস করা হয়।

সর্বশেষ আপডেটঃ ৬:০৬ অপরাহ্ণ | ডিসেম্বর ০৪, ২০১৬