| রাত ১২:৫২ - মঙ্গলবার - ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ - ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

প্রতি আসনের বিপরীতে ৩০ জন শিক্ষার্থী

কাল থেকে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু

ত্রিশাল প্রতিনিধিঃ    জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। পরীক্ষা চলবে আগামী ২৮ নভেম্বর সোমবার পর্যন্ত।

 

বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (জনসংযোগ) এস এম হাফিজুৃর রহমান জানান, আগামীকাল ২৪ নভেম্বর বৃহস্পতিবার ‘ক’ ইউনিট, ২৫ নভেম্বর শুক্রবার ‘খ’ ইউনিট, ২৬ নভেম্বর শনিবার ‘গ’ ইউনিট, ২৭ নভেম্বর রবিবার ‘ঘ’ ইউনিট এবং ২৮ নভেম্বর সোমবার ‘ঙ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

এই বছর বিশ্ববিদ্যালয়ে ৫টি ইউনিটের আওতায় ১৯ টি বিভাগে ১০৪০ টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৩০,৯০৩ টি। প্রতি আসনের বিপরীতে ভর্তি যুদ্ধে অংশ নিবে ৩০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

 

ক, খ, গ, ঘ ইউনিটের ক্ষেত্রে বিজোড় রোল নম্বরধারী পরীক্ষার্থীদের পরীক্ষা সকাল শিফটে এবং জোড় রোল নম্বরধারী পরীক্ষার্থীদের পরীক্ষা বিকাল শিফটে অনুষ্ঠিত হবে। ঙ, ইউনিটের পরীক্ষার্থীদের পরীক্ষা শুধুমাত্র সকাল শিফটে অনুষ্ঠিত হবে। তবে সকল পরীক্ষার্থীকে পরীক্ষা শুরু হবার ১ ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে।

 

পরীক্ষা কেন্দ্রে যে কোন ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস বহন করা সম্পূর্ন নিষেধ।

 

আসন বিন্যাস ও ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট যেকোন তথ্য সমূহ বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.jkkniu.edu.bd তে পাওয়া যাবে।

সর্বশেষ আপডেটঃ ৭:৪৮ অপরাহ্ণ | নভেম্বর ২৩, ২০১৬