| রাত ১:২৩ - মঙ্গলবার - ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ - ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ময়মনসিংহে এক বেকারিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

স্টাফ রিপোর্টারঃ    বিভাগীয় শহর ময়মনসিংহের শম্ভুগঞ্জ বাজারে অভিযান চালিয়ে রুচি বেকারি নামের একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

আজ সোমবার বিকেল ৪টায় নির্বাহী মাজিস্ট্রেট মোহাম্মদ এরশাদ উদ্দিন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

 

জানা যায়, এই প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে প্রচুর মেয়াদবিহীন  বিস্কুট,কেক,পাউরুটি পায়। তাছাড়া অপরিষ্কার ও সেঁতসেঁতে পরিবেশ এবং বি এস টি আই লাইসেন্স না থাকায় রুচি বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় এই অর্থদণ্ড প্রদান করা হয়। পরে নষ্ট ও ভেজাল পণ্য জনসন্মুখে ধবংস করা হয়।

সর্বশেষ আপডেটঃ ৯:৩৭ অপরাহ্ণ | নভেম্বর ০৭, ২০১৬