| ভোর ৫:২৯ - রবিবার - ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ - ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ভর্তি পরীক্ষা’র আসন বিন্যাস প্রকাশ করেছে বাকৃবি

মো. আব্দুর রহমান:   বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা এর আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে।

 

বুধবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাওয়া ১২,০০০ শিক্ষার্থীর জন্য আসন বিন্যাস প্রকাশ করে ভর্তি পরীক্ষা কমিটি।

 

ভর্তি পরীক্ষা আগামী ২৯ অক্টোবর শনিবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরের বিভিন্ন কেন্দ্রের ২৪টি কক্ষে অনুষ্ঠিত হবে।

 

উল্লেখ্য, ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ১,২০০ সিটের বিপরীতে ১২,০০৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। অর্থাৎ প্রতি সীটের বিপরীতে ১০ জন শিক্ষার্থী প্রতিযোগীতা করবে।

 

বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://admission.bau.edu.bd) থেকে জানা যাবে।

সর্বশেষ আপডেটঃ ১০:৩৭ পূর্বাহ্ণ | অক্টোবর ২৭, ২০১৬