| সকাল ৯:৪২ - শুক্রবার - ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ - ১৪ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

এক নজরে ময়মনসিংহ বিভাগ

অনলাইন ডেস্কঃ  বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৫ সালের ১৩ অক্টোবর ময়মনসিংহ বিভাগ কে বাংলাদেশের অষ্টম প্রশাসনিক বিভাগ হিসেবে প্রতিষ্ঠা করেন। ব্রিটিশ ভারত সরকার ১৭৮৭ খ্রিস্টাব্দের ১লা মে ময়মনসিংহ জেলা এবং ১৮২৯ সালে ঢাকা বিভাগ প্রতিষ্ঠা করে। ঢাকা বিভাগ প্রতিষ্ঠার ১৮৬ বছর পর ময়মনসিংহ বিভাগ রুপে প্রতিষ্ঠা পায়।

ময়মনসিংহ বিভাগ এর সার্বিক উন্নয়নে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অত্যন্ত আন্তরিক। নবগঠিত বিভাগীয় সদরকে পরিবেশবান্ধব, মানসম্মত ও একটি আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী।

এক নজরে ময়মনসিংহ বিভাগঃ

আয়তন: ১০,৬৬৮ বর্গ কিলোমিটার বা ৪১১৬ বর্গমাইল

জেলার সংখ্যা: ৪টি

সীমান্তবর্তী জেলা: ৪টি

উপজেলার সংখ্যা: ৩৫টি

থানার সংখ্যা: ৩৭টি

পৌরসভা: ২৬টি

ইউনিয়ন: ৩৫২টি

গ্রাম: ৭০৩০টি

জনসংখ্যা: ১,১৪,২৭,৭৬৫ জন

পুরুষ: ৫৬,৭২,৫৩৭ জন

নারী: ৫৭,৫৫,২২৮ জন

জনসংখ্যা বৃদ্ধির হার: ০.৯৬%

জনসংখ্যার ঘনত্ব: ১০১০ জন প্রতিবর্গ কি:মি:

সাক্ষরতার হার: ৩৯.৮%

সংসদীয় আসন: ২৪টি

আয়তনে সবচেয়ে বড় জেলা: ময়মনসিংহ (৪,৩৯৪.৫৭ বর্গ কি:মি:)

আয়তনে সবচেয়ে ছোট জেলা: শেরপুর (১,৩৬৪.৬৭ বর্গ কি:মি:) —

সর্বশেষ আপডেটঃ ১:১২ পূর্বাহ্ণ | অক্টোবর ১৬, ২০১৬