| রাত ৮:২৫ - শুক্রবার - ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১লা জিলকদ, ১৪৪৫ হিজরি

এশিয়ায় জিকা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা

লোক লোকান্তরঃ    বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করে বলেছে, এশিয়ায় জিকা ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

এ পর্যন্ত সিঙ্গাপুরে শতাধিক লোকের এ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া থাইল্যান্ডে এ ভাইরাসজনিত মাইক্রোসেফালিতে দু’জন নিশ্চিত আক্রান্ত হয়েছে।

বিশ্বের ৭০টি দেশে মশা-বাহিত এ ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। এসব দেশের মধ্যে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কমপক্ষে ১৯টি দেশ রয়েছে।

ডব্লিউএইচও’র পরিচালক মার্গারেট চান বলেন, বিশেষজ্ঞরা বর্তমানে এ ভাইরাস মোকাবেলার উপায় খুঁজে বের করার চেষ্টা করছে।

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ডব্লিউএইচও’র বার্ষিক আঞ্চলিক বৈঠকে তিনি আরও বলেন, ‘কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি, এক্ষেত্রে বিশেষজ্ঞরা অনেক জটিল প্রশ্নের কোন উত্তর খুঁজে পাননি।’

জিকার ক্ষতিকর প্রভাব সাধারনত, ততটা না হলেও গর্ভবতী নারীদের জন্য এটি ভয়ঙ্কর হতে পারে। এতে আক্রান্ত গর্ভবতী নারীরা অপরিণত মস্তিষ্কের বাচ্চা জম্ম দিতে পারে।

বিগত কয়েক দশক ধরে এশিয়ার দেশগুলোতে ভাইরাসটির অস্তিত্ব থাকলেও সর্বশেষ ব্রাজিল থেকে এটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

 

ছবি: সংগৃহীত

সর্বশেষ আপডেটঃ ৩:৩২ অপরাহ্ণ | অক্টোবর ১১, ২০১৬