| রাত ১:০৮ - মঙ্গলবার - ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ৫ই জিলকদ, ১৪৪৫ হিজরি

যেকোনো সময় প্রকাশ হবে মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল

লোক লোকান্তর ডেস্কঃ  এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল যেকোনো সময় প্রকাশিত হতে পারে বলে স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে। দুপুরের পরপরই প্রকাশের আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্য অধিদফতরের পরিচালক অধ্যাপক ডা. মো. আবদুর রশীদ।

ডা. মো. আবদুর রশীদ বলেন, পরীক্ষার্থীদের ওএমআর শিট চেক-রিচেক শেষে ফলাফল প্রায় চূড়ান্ত। লোডশেডিং বা যান্ত্রিক কোনো বিভ্রাট না ঘটলে দুপুরের পরপরই ফলাফল প্রকাশিত হবে।

তিনি আরও জানান, বিগত বছরের মতো নির্বাচিত শিক্ষার্থীদের মোবাইলে ম্যাসেজের মাধ্যমে ফলাফল জানিয়ে দেয়া হবে। এছাড়া পরীক্ষার্থীরা স্বাস্থ্য অধিদফতরের http://www.dghs.gov.bd/index.php/bd/ ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন।

উল্লেখ্য, গেল শুক্রবার সারাদেশের ১৮টি মেডিকেল কলেজের ৩৭টি কেন্দ্রে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।  ৯০ হাজার ৪শ ২৬ জন আবেদকারীর ৩ হাজার ৮শ ২৮ জন অনুপস্থিত ছিলেন পরীক্ষায়। ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সর্বশেষ আপডেটঃ ১:১৭ অপরাহ্ণ | অক্টোবর ১০, ২০১৬