| দুপুর ২:২৮ - রবিবার - ২০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ - ৪ঠা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ - ১৬ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ময়মনসিংহে ইভটিজিং করায় বখাটের বিনাশ্রম কারাদন্ড

ফুলবাড়িয়া ব্যুরো  : নবম শ্রেণির ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে বখাটে যুবক খাইরুল ইসলাম (১৯) কে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার দুপুরে এই কারাদন্ড প্রদান করা হয়।

জানা যায়,  ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় প্রতিদিন কোচিং যাওয়ার সময় খাইরুল মেয়েটি কে উত্তাক্ত করত। পরে স্থানীয়রা খাইরুল কে আটক করে পুলিশ কে খবর দেয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাঁকে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ফৌজিয়া সিদ্দিকা। খাইরুল উপজেলার বালিয়ান ইউনিয়নের ছাইতানতল গ্রামের মোয়াজ্জেম হোসেনের পুত্র।

সর্বশেষ আপডেটঃ ৮:৪৮ অপরাহ্ণ | অক্টোবর ০৪, ২০১৬