| দুপুর ১২:১০ - মঙ্গলবার - ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২০শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

টঙ্গীতে কারখানায় বিস্ফোরণ হোসেনপুরে ঈদে বাড়ি ফেরা হলো না সুলেমানের

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
২০১০সালে গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্প নগরীর ট্যাম্পাকো কারখানায় স্টোর শ্রমিকের কাজে যোগ দেয় সুলেমান (৩৫)। স্ত্রী নাছিমা, ছেলে নাসির (১০) ও মেয়ে লামিয়া (২) কে নিয়ে টঙ্গী পৌরসভার পূর্ব আরিচপুর এলাকার শহীদ স্মৃতি স্কুল রোডে ইউসুফ কন্টাকটারের বাড়িতে ভাড়া বাসায় বসবাস করে আসছিল সুলেমান। শনিবার ভোরে সুলেমান বাসা থেকে বের হয়ে টঙ্গীর ট্যাম্পাকো কারখানায় যায়। কারখানার ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয় তার। ইচ্ছা ছিল রোববার ঈদ বোনাস নিয়ে গ্রামের বাড়িতে পিতামাতার সাথে ঈদ করবে। কিন’ রোববার ভোরে সুলেমান বাড়ি ফিরল লাশ হয়ে। কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আনুহা গ্রামে গিয়ে দেখা যায়,সুলেমানের বাড়িতে শোকের মাতম। নিহত সুলেমানের বাবা করিম বক্‌্র ও স্ত্রী নাছিমা খাতুন শোকে নির্বাক। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হোসেনপুর উপজেলা ভারপ্রাপ্ত চেয়াম্যান সেলিনা সারোয়ার জানান,নিহত সুলেমানের অকাল মৃত্যুতে পরিবারের সহায়তার জন্য সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিেেয় আসা উচিত।

সর্বশেষ আপডেটঃ ৭:৪৩ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১১, ২০১৬