| বিকাল ৫:১৯ - শুক্রবার - ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

স্টাফ রিপোর্টার | ৩১ আগস্ট ২০১৬, বুধবার
ময়মনসিংহে স্ত্রী হত্যার দায়ে স্বামী ফখরুল ইসলামকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। বুধবার দুপুরে ওই আদালতের বিচারক ড মো আমির উদ্দিন এ রায় দেন। রায় প্রদানের সময় এ মামলার একমাত্র আসামী ফকরুল ইসলাম আদালতে হাজির ছিলেন। কোর্ট ইন্সপেক্টর নওজেশ আলী মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, ময়মনসিংহ সদর উপজেলার ফকিরাকান্দা এলাকার ফকরুল ইসলাম দাম্পত্য কলহে তার দ্বিতীয় স্ত্রী কানিজ ওরফে তানিয়াকে হত্যা করে। এ মামলায় ২০০২ সালে ফকরুল ইসলামকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন আদালত। ১০ বছর সাজাভোগের পর হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পেয়ে ২০১২ সালের ২৬ মার্চ ঘূমন- অবস’ায় ফকরুল তার প্রথম স্ত্রী শিরিনাজ বেগমকে জবাই করে হত্যা করে। এ হত্যা মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহন করা হয়। দীর্ঘ শুনানী শেষে ময়মনসিংহের জেলা ও দায়রা জজ আমির উদ্দিন আসামীকে মৃত্যুদন্ডাদেশ প্রদান করেন।###

সর্বশেষ আপডেটঃ ৬:৩৩ অপরাহ্ণ | আগস্ট ৩১, ২০১৬