| সকাল ৭:২৮ - রবিবার - ২০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ - ৪ঠা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ - ১৬ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ফুলবাড়ীয়ায় জাতীয় মৎস্য সপ্তাহে র‌্যালী ও আলোচনা সভা

 

মো. আব্দুল জব্বার, ফুলবাড়িয়া : ‘জল আছে যেখানে, মাছ চাষ সেখানে’ শ্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায়  বুধবার দুপুর ১২টায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলৰ্যে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী, পোনা মাছ অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) ফৌজিয়া সিদ্দিকা এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি এড. আজিজুর রহমান। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফজলুল হক শামীম, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এড. ইমদাদুল হক সেলিম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বকর সিদ্দিক, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মান্নান, কৃষি অফিসার ড. নাছরিন আক্তার বানু, উপজেলা কৃষকলীগ সভাপতি ওসমান গনি, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি কামরুজ্জামান, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হার্বন, উপজেলা ছাত্রলীগ সভাপতি রফিকুল ইসলাম রাকিব প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রনব কুমার কর্মকার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর এ.কে.এম মহি উদ্দিন।
এর আগে বর্ণাঢ্য র‌্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদৰিণ শেষে উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করে। ###

সর্বশেষ আপডেটঃ ৮:০৪ অপরাহ্ণ | জুলাই ২০, ২০১৬