| রাত ৯:৫৩ - শুক্রবার - ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ - ১৪ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ময়মনসিংহের ১৭ ইউপিতে আ’লীগ ৯, বিএনপি ৩, স্বতন্ত্র ৫

অনলাইন ডেস্ক | ৮ মে ২০১৬, রবিবার

ময়মনসিংহের ফুলবাড়িয়া ও সদর উপজেলার ১৭ ইউনিয়নে নির্বাচনী ফলাফলে এগিয়ে রয়েছে আ’লীগ। এর মধ্যে আওয়ামী লীগের ৯, বিএনপি ৩ ও ৫ জন স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তবে ফুলবাড়িয়ার কুশমাইল ইউনিয়নে এখনও ফলাফল ঘোষিত হয়নি।

ফুলবাড়িয়ার ১২ ইউপিতে নির্বাচিতরা হলেন- পুঁটিজানা ইউনিয়নে ময়েজ উদ্দিন তালুকদার (আ’লীগ), দেওখোলা ইউনিয়নে আতাউর রহমান হাদি (স্বতন্ত্র), নাওগাঁও ইউনিয়নে আব্দুর রাজ্জাক (আ’লীগ), বালিয়ান ইউনিয়নে আশরাফুজ্জামান (স্বতন্ত্র), ফুলবাড়িয়া ইউনিয়নে আব্দুল মালেক সরকার মাল্কি (আ’লীগ), বাক্তা ইউনিয়নে ফজলুল হক মাখন (বিএনপি), রাঙ্গামাটিয়া ইউনিয়নে শহীদুজ্জামান আকন্দ (আ’লীগ), কালাদহ ইউনিয়নে নুরুল ইসলাম মাস্টার (স্বতন্ত্র), রাধাকানাই ইউনিয়নে শিমুল তরফদার (আ’লীগ), আছিম পাটুলি ইউনিয়নে এস.এম.সাইফুজ্জামান (আ’লীগ), ভবানীপুর ইউনিয়নে শাহীনুর মল্লিক জীবন (স্বতন্ত্র) ও এনায়েতপুর ইউনিয়নে কবির হোসেন তালুকদার (স্বতন্ত্র)।

ময়মনসিংহ সদর উপজেলার ৫ ইউনিয়নে নির্বাচিতরা হলেন, ঘাগড়া ইউনিয়নে শাহজাহান সরকার সাজু (আ’লীগ), বোরোরচর শওকত জামান বুদু (আ’লীগ), পরানগঞ্জ সোলায়মান মাস্টার (বিএনপি), অষ্টধর ইউনিয়নে তারেক হাসান মুক্তা (বিএনপি) ও কুষ্টিয়া ইউনিয়নে বাবুল (আ’লীগ)।

সর্বশেষ আপডেটঃ ৪:৫৮ অপরাহ্ণ | মে ০৮, ২০১৬