| সন্ধ্যা ৬:১১ - মঙ্গলবার - ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ - ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ - ১১ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ফুলবাড়িয়ায় ৩ টি কেন্দ্র থেকে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারসহ ২০জন গ্রেফতার

 

স্টাফ রিপোর্টার, ৭ মে ২০১৬, শনিবার
জাল ভোট দিতে গিয়ে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ৩ টি কেন্দ্র থেকে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারসহ ২০জনকে পুলিশ গ্রেফতার করেছে। আজ শনিবার ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে ফুলবাড়ীয়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের ভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শহিদুল ইসলাম ও সহকারী প্রিজাইডিং অফিসারসহ ১৭ জনকে পুলিশ গ্রেফতার করে এবং উক্ত কেন্দ্রের ভোট গ্রহণ স’গিত করে দেয় প্রশাসন।
এদিকে দুপুর দেড়টার দিকে এনায়েতপুর ইউনিয়নে ভোটকেন্দ্র থেকে দুই যুবককে আটক করেছে পুলিশ। এরপর ওই কেন্দ্রের ভোটগ্রহণ স’গিত হয়ে যায়। পরে আধা ঘণ্টার মধ্যে ভোটগ্রহণ ফের শুরু হয়। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
এদিকে সকাল সাড়ে ১১টার দিকে দেওখলা ইউনিয়নের দেওখলা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা মার্কায় জাল ভোট প্রদানকালে আসাদুজ্জামান(৩৫) নামে একজন পুলিশ গ্রেফতার করেছে।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজিব বিষয়টি নিশ্চিত করেছেন।###

সর্বশেষ আপডেটঃ ৫:৪১ অপরাহ্ণ | মে ০৭, ২০১৬