শেরপুরে ঘোষিত ফলাফল প্রত্যাখ্যান ও পুনঃ গণনার দাবীতে সংবাদ সম্মেলন
শেরপুর প্রতিনিধি:২৬ এপ্রিল ২০১৬, মঙ্গলবার
ঘোষিত ফলাফল প্রত্যাখ্যান ও ভোট পুনঃ গণনার দাবী জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন শেরপুর সদর উপজেলার ৯ নং চরমোচারিয়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী এস. এম. সাব্বির আহম্মেদ খোকন। গত ২৫ এপ্রিল সোমবার সন্ধ্যায় শেরপুর প্রেস ক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জালভোট, ভোটারকে দেখিয়ে সিল মারতে বাধ্য করা, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, কয়েকজন প্রিসাইডিং অফিসারের নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে সরাসরি কাজ করা এবং পোলিং এজেন্টদের মাধ্যমে দেওয়া ফলাফল পাল্টিয়ে ফেলার অভিযোগে ঘোষিত ফলাফল প্রত্যাখ্যান ও ভোট পুনঃ গণনার দাবী জানান স্বতন্ত্র প্রার্থী এস. এম. সাব্বির আহম্মেদ খোকন। এ সময় তার প্রধান নির্বাচনী এজেন্ট হোসাইন মারুফ, সাবেক মেম্বার মো. শাহজাহান মেম্বারসহ অন্যরা উপসি’ত ছিলেন।
উলেৱখ্য, ২৩ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. খোরশেদুজ্জামান ৩ হাজার ৫৭১ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী এস. এম. সাব্বির আহম্মেদ খোকন পান ৩ হাজার ৪৬৫ ভোট।