| ভোর ৫:৩৭ - রবিবার - ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ - ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ময়মনসিংহে সড়ক নিরাপত্তা ও গণসচেতনতা র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার | ৬ এপ্রিল ২০১৬, বুধবার
‘চালালে গাড়ী সাবধানে, বাঁচবে সবাই প্রাণে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে সড়ক নিরাপত্তা ও গণসচেতনতা বৃদ্ধিমূলক বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৬ মার্চ) সকালে এ উপলক্ষে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) শহরের টাউন হল থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করেন। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন। এসময় আরো বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকী, বিআরটিএ সহকারী পরিচালক শহিদুল আযম উদ্দিন।

সর্বশেষ আপডেটঃ ৭:০৬ অপরাহ্ণ | এপ্রিল ০৬, ২০১৬