| সকাল ৬:১০ - রবিবার - ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

দুর্নীতি প্রতিরোধ সপ্তাহে ফুলবাড়ীয়ায় র‌্যালী, মানববন্ধন ও পথসভা

ফুলবাড়ীয়া ব্যুরো ঃ দেশ প্রেমের শপথ নিন, দুর্নীতি কে বিদায় দিন, এ প্রতিপাদ্য কে সামনে রেখে বৃহস্পতিবার (৩১মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ/১৬ উদযাপন উপলৰে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মানব বন্ধন, র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব আমজাদ হোসাইন এর সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. আজিজুর রহমান, ভাইস চেয়ারম্যান ফজলুল হক শামীম, সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আখতার, আখালিয়া হেলথ সেন্টারের চেয়ারম্যান এড. ইমদাদুল হক সেলিম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. আবু বকর সিদ্দিক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার কর্মকার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি পারভীন আখতার রেবা, সাংবাদিক ও সাহিত্যিক কল্যাণ সংস’ার সভাপতি মো. আব্দুর রাজ্জাক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হারুন অর রশিদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক (সাংবাদিক) মো. নুরুল ইসলাম খান। উক্ত মানব বন্ধনসহ অন্যান্য কর্মসূচীতে ফুলবাড়ীয়া কে আই ফাজিল মাদ্‌রাসা, ফুলবাড়ীয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, ফুলবাড়ীয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, আল-হেরা একাডেমী উচ্চ বিদ্যালয় ৩০জন করে মোট ১২০জন ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন পর্যায়ের লোকজন অংশ গ্রহণ করে। এ সময় অন্যান্যদের মধ্যে সমবায় অফিসার মো. নজরুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার নূর মোহাম্মদ,
কে আই ফাজিল মাদ্‌রাসার উপাধ্যৰ মো. আব্দুর রাজ্জাক, হিন্দু, বৌদ্ধ ও খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বিপুল হোড়, ফুলবাড়ীয়া মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক এটিএম মহসীন শামীম, ফুলবাড়ীয়া থানার এস আই আব্দুল কাইয়ুম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মো. হযরত আলী, সদস্য আব্দুস ছাত্তার মাস্টার, সিনিয়র শিক্ষক জাকির হোসেন, ফরহাদ হোসেন, আখালিয়ার এমডি সাইফুল আলম কাজল, আব্দুল কাদের চৌধুরী মুন্না প্রমুখ। উলেৱখ্য যে, সততা সংঘের ব্যানারে গত ২৬মার্চ উপজেলা প্রশাসনের কর্মসূচীতে অংশ গ্রহণকারী সদস্যদের মধ্যে বিশেষ পুরস্কার বিতরণ করা হয়।

সর্বশেষ আপডেটঃ ৯:১০ অপরাহ্ণ | মার্চ ৩১, ২০১৬