| বিকাল ৩:১৪ - সোমবার - ২রা সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৮ই ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ - ২৮শে সফর, ১৪৪৬ হিজরি

নান্দাইলে জমি সংক্রান্ত ঘটনার জের- ১৭ মাসের শিশুকে ছুরিকাঘাত ঘটনায় মামলা

 

নান্দাইল (ময়মনসিংহ ) উপজেলা সংবাদদাতা ঃ ১৪ মার্চ ২০১৬, সোমবার, 

ময়মনসিংহের নান্দাইলে জমি সংক্রান্ত ঘটনায় জেরে ছুরিকাঘাতে ১৭ মাসের এক শিশু আহত ঘটনায় থানায় মামলা হয়েছে । গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগে চিকিৎসাধীন রয়েছে। শিশুর নাম বিথী। সে নান্দাইল পৌর সদরের চন্ডীপাশা গ্রামের দ্বীন ইসলামের মেয়ে। ঘটনাটি ঘটে রবিবার সকাল আনুমানিক ১০ টার দিকে উপজেলার চন্ডীপাশা গ্রামে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার পৌর সদরের চন্ডিপাশা দশালিয়া গ্রামের জনৈক শাহজাহান মিয়ার দখলীয় এক খন্ড জমি নিয়ে চন্ডীপাশা গ্রামের দ্বীন ইসলামের সাথে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে রবিবার আনুমানিক ১০ টার দিকে দু’পক্ষের লোকদের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে দ্বীন ইসলামের কোলে থাকা তারই ১৭ মাসের শিশু ছুরিকাহত হয়। স্থানীয়রা দ্র্বত বিথীকে প্রথমে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপেৱক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের শিশু সার্জারী বিভাগের চিকিৎসক ডা. তুহিন জানান, প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে পেটের ভিতর থেকে ছুরি আলাদা করা হয়। প্রচুর রক্তৰরন হয়েছে। শিশুটির রক্তের প্রয়োজন। এখনও তার অবস্থা আশংখাজনক।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, জমি নিয়ে বিরোধে এ ঘটনার সূত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। তবে সঠিক তদন্ত ছাড়া বিস্তারিত বলা যাবে না। এ ঘটনায় নান্দাইল মডেল থানায় ১১ জন অজ্ঞাত ৮/১০ জনকে আসামী করে মামলা হয়েছে। দোষীদের আটকের চেষ্টা চলছে। মামলার বিষয়টি থানার ওসি  নিশ্চিত করেছেন।

সর্বশেষ আপডেটঃ ৬:০১ অপরাহ্ণ | মার্চ ১৪, ২০১৬