| ভোর ৫:৩৮ - রবিবার - ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ - ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

হোসেনপুরে দু’পায়ের ষাঁড় বাছুর প্রসব

হোসেনপুর প্রতিনিধিঃ
হোসেনপুরে দু’পায়ের ষাঁড় বাছুর প্রসব করেছে এক কৃষকের গাভী। এলাকাবাসী জানায়,রোববার উপজেলার জিনারী ইউনিয়নের গাবরগাঁও গ্রামের কৃষক আব্দুল মজিদের গাভীটি পিছনের দু’পা বিশিষ্ট একটি ষাঁড় বাছুর প্রসব করেছে। কৃষকের বাড়ীতে ষাঁড় বাছুরটি দেখতে উৎসুক জনতা ভিড় জমাচ্ছে। গাভীর মালিক আব্দুল মজিদ  জানান,এ অবস্থায় নবাগত বাছুরটিকে কষ্ট করে বদনার নল দিয়ে দুধ খাওয়ানো হচ্ছে। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো: ইসহাক আলী জানান, সাধারনত জেনেটিক্যাল মিউটেশানের কারণে মাঝে মধ্যে প্রজননের ক্ষেত্রে এ রকম বিরল ঘটনা ঘটে থাকে।

সর্বশেষ আপডেটঃ ৭:৫৭ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ২২, ২০১৬