| বিকাল ৩:১০ - বৃহস্পতিবার - ৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ - ১লা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ফেব্রুয়ারি থেকে ট্রেনের ভাড়া বাড়ানোর পরিকল্পনা

অনলাইন ডেস্ক | ১৪ জানুয়ারি ২০১৬, বৃহস্পতিবার,

ফেব্রুয়ারি থেকে ট্রেনের ভাড়া ৭ দশমিক ৮ শতাংশ বাড়াতে চায় রেল কতৃপক্ষ। এজন্য প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাবও পাঠানো হয়েছে। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।  তার অনুমতি সাপেক্ষে আগামী মাস থেকেই রেলের ভাড়া বাড়বে।
রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ট্রেনের ভাড়া বাড়ানোর জন্য দুই দিন আগে পরামর্শ দিয়েছিল। এবার ভাড়া কী হারে বাড়ছে জানতে চাইলে রেলসচিব ফিরোজ সালাহউদ্দিন সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর কাছে পাঠানো প্রস্তাবে ৭ দশমিক ৮ শতাংশ ভাড়া বাড়ানোর কথা বলা হয়েছে। সচিব বলেন, এতে সর্বনিম্ন ভাড়া বাড়বে পাঁচ টাকা। আর ঢাকা-চট্টগ্রাম রেলপথের ট্রেনে শোভন শ্রেণির ভাড়া ৪৫ টাকার মতো বাড়তে পারে। রেল ভবনকে ওয়াইফাই সুবিধার আওতায় আনা উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সর্বশেষ আপডেটঃ ৪:৩৮ অপরাহ্ণ | জানুয়ারি ১৪, ২০১৬