| সকাল ৮:০৪ - রবিবার - ২১শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

গফরগাঁওয়ে ক্ষুদ্র উদ্যোক্তা প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরন

আজহারুল হক, গফরগাঁও,৮ জানুয়ারি ২০১৬ঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে শুক্রবার দুপুরে বাংলাদেশ ব্যাংকের “কটেজ” মাইত্রেুা ও ক্ষুদ্র খাতে নতুন উদ্যোক্তা পূনঃঅর্থায়ন তহবিল” এর আওতায় প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে । সনদপত্র বিতরন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংক এসএমই এন্ড সোসাল প্রোগ্রাম ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক শ্রী স্বপন কুমার রায়। হিউম্যান রাইটস এন্ড রিসোর্স ডেভল্যাপমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক কামরুন্নাহার সাহানার সভাপতিত্বে অন্যদের মধ্য বক্তব্য রাখেন ডিজিএম এস এম মো: মোহসীন ও মোস্তাফিজুর রহমান, মিডল্যান্ড ব্যাংকের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মো: ইকবাল, গফরগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ শামছুল আরেফিন প্রমুখ।
প্রসঙ্গত হিউম্যান রাইটস এন্ড রিসোর্স ডেভল্যাপমেন্ট সোসাইটিকে প্রশিক্ষণ পরিচালনার জন্য বাংলাদেশ ব্যাংক রেজিষ্ট্রেশান প্রদান করে। ক্ষুদ্র উদ্যোক্তাগণ অত্র প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষন নিয়ে সকল ব্যাংক থেকে এসএমই লোন গ্রহন করে ব্যবসা বানিজ্য পরিচালনা করতে পারবেন । অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যক্ষ মো: তাফাজ্জল হোসেন ।

সর্বশেষ আপডেটঃ ৭:৪৫ অপরাহ্ণ | জানুয়ারি ০৮, ২০১৬