| রাত ৯:৩০ - সোমবার - ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় মিল শ্রমিকসহ আহত ৩০

মোঃ ফিরোজ খান, ভালুকা থেকে ॥ ময়মনসিংহের ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জন মিল শ্রমিকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের ভালুকা উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনা দুটি ঘটেছে রোববার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ও ভালুকা-গফরগাঁও সড়কে।
জানা গেছে,  রোববার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় একটি অজ্ঞাত যাত্রীবাহী বাস দাঁড়িয়ে থাকা সিএনজি চালিত অটোরিক্সাকে চাপা দিলে সিএনজি যাত্রী মোর্শেদা (৩০), নূরজাহান (৩৫), মোশারফ (২২), আবুল কালাম (৫০) ও আব্দুল মজিদ (৪০) আহত হন। এর আগে ভালুকা-গফারগাঁও সড়কে ভালুকা ফায়ারসার্ভিস অফিস সংলগ্ন স’ানে কাঠালী রাসেল স্পিনিং মিলের শ্রমিকবাহী বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে বাসটি ধাক্কা খেলে মহিলাসহ অন্তত ১৬ জন মিল শ্রমিক আহত হন। আহতরা হলেন, রোকসানা (২৫), নাছরিন (২৬), কল্পনা (২৫), রেখা (২৬), ফাতেমা (৩০), জহুরা খাতুন (২৫), শিউলী (২৫), শাহানাজ (২৫), হাফিজা খাতুন (২৫), পলী (২৭), শেফালী (৩০), রাশিদা (৩০),নার্গিস (২৭), মাকসুদা (২৫), মাসুদ রানা (২৫) ও কায়েস (২৮)। ভালুকা ভরাডোবা  পুলিশ ফাড়িঁর এস আই মারুফ বলেন , আহতদের  উদ্ধার করে ভালুকা উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৮:১০ অপরাহ্ণ | জানুয়ারি ০৩, ২০১৬