| রাত ৩:০০ - বৃহস্পতিবার - ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২২শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

জাতীয় সমাজ সেবা দিবস পালিত

এএইচএম মোতালেবঃ ২ জানুয়ারি ২০১৬, শনিবার,

জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষ্যে জেলা সমাজ সেবা বিভাগের উদ্যোগে বিভাগীয় শহর ময়মনসিংহে বিদ্যাময়ী সরকারী উচ্চ বালিকা বিদ্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাজ সেবা কার্যালয়ে এসে শেষ হয়।
জেলা সমাজ সেবা বিভাগের উপ-পরিচালক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী , বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার ফালগুনি নন্দী, শহর সমাজ সেবা কর্মকর্তা এহসানুল হক, ডাঃ আসিকুর রহমান, দৈনিক ইনকিলাব এর রিজিওন্যাল প্রতিনিধি আলহাজ্ব মোঃ শামসুল আলম খান, সেহড়া বহুমুখী সমাজ কল্যান সমিতির নির্বাহী পরিচালক শেখ সুলতান আহম্মদ প্রমূখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথি কর্তৃক ভাল কাজের জন্য কর্মকর্তাসহ শিশু পরিবার সদস্য/সদস্যাদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
অপর দিকে বাংলাদেশ শিশু একাডেমীর উদ্যোগে ভাষা সৈনিক শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে বাংলা বানান ও শুদ্ধ উচ্চারণ বিষয়ক দিন ব্যপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মুস-াকীম বিল্লাহ ফার”কী কর্মশালার উদ্বোধন করেন। এ সময় জেলা সংগঠক ফরিদা ইয়াসমীন স্বাগত বক্তব্য রাখেন।

সর্বশেষ আপডেটঃ ৯:৩১ অপরাহ্ণ | জানুয়ারি ০২, ২০১৬