| রাত ৮:০৮ - সোমবার - ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ধোবাউড়ায় উৎসব মূখর পরিবেশে বই বিতরণ

ধোবাউড়া প্রতিনিধি ঃ ১ জানুয়ারি ২০১৬, শুক্রবার,

শুক্রবার ধোবাউড়ায় উৎসবমূখর পরিবেশে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। বছরের প্রথম দিনেই নতুন বই হাতে পেয়ে খুশি ক্ষুদে শিক্ষার্থী ও অভিভাবকগণ। সকালে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আনিসুজ্জামন খান বই বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন। প্রথমে কৃষ্ণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ করে কলসিন্দুর স্কুল এন্ড কলেজ এবং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পুস্তক বিতরণ করেন। এসময় অধ্যক্ষ জালাল উদ্দিন ও প্রধান শিক্ষিকা মিনতী রাণী শীলের উপসি’তিতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আনিসুজ্জামান খান। তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন তোমরা বইকে নিজের বন্ধু এবং বান্ধবী হিসেবে আপন করে নিবা তাহলেই জীবনের প্রকৃত আনন্দ উপলব্ধি করতে পারবে। এছাড়া ধাইরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উদ্বোধন করেন প্রেসক্লাব সভাপতি এড.হাবিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শওকত ওসমান, উপসি’ত ছিলেন বিদ্যালয়ের সভাপতি হেরিশ ঘাগড়া। পোড়াকান্দুলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র উৎসব মুখর পরিবেশে বই বিতরণ সম্পন্ন করেন। এছাড়া উপজেলার প্রত্যেকটি বিদ্যালয়ে নিজ নিজ প্রধান শিক্ষক উপসি’ত থেকে বই বিতরণ করেন।

সর্বশেষ আপডেটঃ ৬:৩৮ অপরাহ্ণ | জানুয়ারি ০১, ২০১৬