| বিকাল ৩:০৯ - রবিবার - ১লা সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৭ই ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ - ২৭শে সফর, ১৪৪৬ হিজরি

২০১৫ সালে বিশ্বব্যাপী নিহত ১১০ সাংবাদিক

অনলাইন ডেস্ক | ২৯ ডিসেম্বর ২০১৫, মঙ্গলবার,

এ বছর বিশ্বজুড়ে মোট ১১০ জন সাংবাদিক নিহত হয়েছেন। আজ এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা বৈশ্বিক সংগঠন রিপোর্টার্স উইদাউথ বর্ডার্স (আরএসএফ)। নিহত পেশাদার ও অপেশাদার সাংবাদিকদের এ তালিকায় বাংলাদেশের নিহত ৪ ব্লগারও রয়েছেন। বলা হয়েছে, বাংলাদেশ সরকারের নিষ্ক্রিয়তায় বিচারহীনতার পরিবেশ সৃষ্টি হয়েছে, যা ‘নাগরিক সাংবাদিকদের’ জন্য ভীষণ বিপজ্জনক। সংগঠনটি সতর্ক করে দিয়ে বলেছে, কথিত ‘শান্তিপূর্ণ’ দেশগুলোতেই নিজেদের কর্মকান্ডের দরুণ ভবিষ্যতে টার্গেটে পরিণত হতে পারেন আরও অনেক সাংবাদিক। এ খবর দিয়েছে বার্তাসংস্থা এএফপি।

সর্বশেষ আপডেটঃ ৫:৫২ অপরাহ্ণ | ডিসেম্বর ২৯, ২০১৫