| রাত ৪:৪৮ - শুক্রবার - ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

পাকিস্তান, আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প

অনলাইন ডেস্ক | ২৬ ডিসেম্বর ২০১৫, শনিবার,
উত্তর আফগানিস্তান ও পাকিস্তানে শুক্রবার রাতে শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.২। পাকিস্তানে কমপক্ষে ৪১ জন আহত হয়েছে। এ খবর দিয়েছে ডন। স্থানীয় সময় রাত ১১টা ১৪ মিনিটে আফগানিস্তানের রাজধানী কাবুলে ও পাকিস্তানের ইসলামাবাদে ভূকম্পন অনুভূত হয়। আতঙ্কিত মানুষ ঘুম থেকে জেগে বাইরে বের হয়ে আসে। কর্মকর্তারা বলছেন, কাশ্মিরে অঞ্চল ও ভারতের নয়াদিল্লিতেও ভূকম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পটির মাত্রা প্রথমে ৬.৪ বলা হয়েছিল। ইউএস জিওলোজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল চিল আফগান প্রদেশ বাদাখশানের রাজধানী ফয়জাবাদ শহরের ৮২ কিলোমিটার দক্ষিণপূর্বে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ২০৩ কিলোমিটার অভ্যন্তরে। পাকিস্তানে খাইবার পাখতুঙ্খা সরকার ভূমিকম্পের পরই রেড অ্যালার্ট জারি করে। পেশওয়ালে বাড়ি ঘর, দেয়াল ভেঙে ৩০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। ডাক্তার ও উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ৪১ জনকে শহরের হাসপাতালগুলোতে নেয়া হয়েছে। উল্লেখ্য, এই একই অঞ্চলে দু’মাস আগে এক ভূমিকম্পে ৩ শতাধিক মানুষের প্রাণহানি হয়।

সর্বশেষ আপডেটঃ ১:২১ অপরাহ্ণ | ডিসেম্বর ২৬, ২০১৫