| বিকাল ৩:১৫ - মঙ্গলবার - ৩রা সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ - ২৯শে সফর, ১৪৪৬ হিজরি

শেরপুরে ছয় দফা বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মকর্তাদের মানববন্ধন

 

শেরপুর প্রতিনিধি:  ২৩ ডিসেম্বর ২০১৫, বুধবার,
শেরপুরে নতুন জাতীয় বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহাল, কৃত্য পেশাভিত্তিক জনপ্রশাসন গড়ে তোলাসহ সরকারি কর্মকর্তাদের ছয় দফা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ২৩ ডিসেম্বর বুধবার দুপুরে শেরপুর জেলা শহরের রঘুনাথ বাজার থানা মোড়ে প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটি, নন-ক্যাডার ও ফাংশনাল সার্ভিস, শেরপুর জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আজ বুধবার বেলা ১২টা থেকে একটা পর্যনত্ম অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে সরকারি কর্মকর্তাদের ছয় দফা দাবি বাসত্মবায়নের আহবান জানিয়ে বক্তব্য দেন বিএমএ, শেরপুর জেলা শাখার সভাপতি ডা. এম.এ. বারেক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শেরপুরের উপ-পরিচালক ড. মো. আব্দুস সালাম, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. আব্দুল মান্নান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাফিজ আহমেদ, শেরপুর সরকারি কলেজের সহকারি অধ্যাপক শিব শংকর কারুয়া প্রমুখ।
বক্তারা উপজেলাকে কার্যকর করতে ইউএনও’র কর্তৃত্ব বাতিল করে জনপ্রতিনিধি হিসেবে উপজেলা চেয়ারম্যানকে ড়্গময়াতন করার জন্যও দাবি জানান। অবিলম্বে ছয় দফা দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচী দেওয়া হবে বলে বক্তারা ঘোষণা দেন ।

সর্বশেষ আপডেটঃ ৭:০৬ অপরাহ্ণ | ডিসেম্বর ২৩, ২০১৫