| বিকাল ৩:২৬ - শুক্রবার - ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ - ১৪ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ফুলবাড়ীয়া মুক্ত দিবসে মুক্তিযোদ্ধাদের দিনব্যাপী কর্মসূচী পালন

 

ফুলবাড়ীযা ব্যুরো : ৮ ডিসেম্বর ২০১৫, মঙ্গলবার,

৮ ডিসেম্বর মঙ্গলবার ফুলবাড়ীয়া হানাদার মুক্ত দিবস উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ পুস্পসত্মবক অর্পণ, পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বক্তব্য রাখেন স’ানীয় সংসদ সদস্য মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও গণপরিষদ সদস্য আলহাজ্ব মোসলেম উদ্দিন এড. এমপি। মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা এম এ জব্বার, আব্দুলস্নাহেল কাফি, ডেপুটি কমান্ডার ডে কে এম আনোয়ার হোসেন খসরু, কমরেড সৈয়দ আলী খান, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এড. ইমদাদুল হক সেলিম, যুগ্ন সম্পাদক কে বি এম আমিনুল ইসলাম খাইরম্নল, প্রচার সম্পাদক ওয়াদুদ আকন্দ দুদু, সহ-প্রচার সম্পাদক কেরামত আলী জিন্নাহ, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও আমরা মুক্তিযোদ্ধার সনত্মান উপজেলা কমিটির সভাপতি সিরাজ উদ দৌলা মুঞ্জু, উপজেলা কৃষকলীগ সভাপতি ওসমান গণি, সাধারণ সম্পাদক ও বীরমুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন, উপজেলা যুবলীগ সভাপতি রম্নহুল্‌ আমিন, সাধারণ সম্পাদক শরাফ উদ্দিন শর, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি কামরম্নজ্জামান জামান, উপজেলা ছাত্রলীগ সভাপতি হারম্নন অর রশিদ হারুন ও সাধারণ সম্পাদক অছেক বিলস্নাহ শামীম। শাকিল চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আমরা মুক্তিযোদ্ধার সনত্মান উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শাকিল চৌধুরী। সন্ধ্যার পর স্থানীয় শিল্পীদের অংশ গ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক জয়নাল আবেদীন।

সর্বশেষ আপডেটঃ ৯:০১ অপরাহ্ণ | ডিসেম্বর ০৮, ২০১৫