| সকাল ১০:৪৩ - শনিবার - ১৯শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ - ৩রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ - ১৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ফুলবাড়ীয়ায় মেয়র পদে স্বতন্ত্রসহ ৪প্রার্থীর মনোনয়ন দাখিল

ফুলবাড়ীয়া ব্যুরো : ৪ ডিসেম্বর ২০১৫, শুক্রবার,

উৎসব মুখর পরিবেশে গত বৃহস্পতিবার মনোনয়নপত্র জমার শেষ দিনে ময়মনসিংহের ফুলবাড়ীয়া পৌরসভার মেয়র পদে আওয়ামীলীগ ও জাতীয় পার্টিতে একক, বিএনপি’তে-১, স্বতন্ত্র প্রার্থী হিসেবে (বিএনপি’র বিদ্রোহী প্রার্থী) ১জন মনোনয়ন দাখিল করেছেন।
আওয়ামীলীগের টিকিট নিয়ে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া দুপুর ১টার দিকে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেন। এসময় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এড. আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এম এ জব্বার, আনোয়ার হোসেন মুঞ্জু তালুকদার, তথ্য ও গবেষণা বিষয়ক সমপাদক এড. ইমদাদুল হক সেলিম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবু বকর সিদ্দিক, কৃষকলীগ সভাপতি উসমান গণিসহ আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ বিভিন্ন সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
দুপুর ২টার দিকে আলহাজ্ব চান মাহমুদ সরকার বিএনপি’র নেতা-কর্মী ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ নিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সভাপতি আলহাজ্ব এ.কে.এম শমসের আলী, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাসুদ আহম্মেদ মাসুদ, নুরম্নল আকরাম নিলু, বুলবুল, রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবকদলের সভাপতি ও মেয়র পদে মনোনয়ন বঞ্চিত আবুল ফজলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দুপুর সোয়া ২টার দিকে বিএনপি’র মনোনিত প্রার্থী উমর ফারম্নক মনোনয়ন পত্র দাখিল করেন। সংগে ছিলেন উপজেলা চেয়ারম্যান এড. আজিজুর রহমান, উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক আলহাজ্ব সানোয়ার হোসেন চানু, পৌর যুবদল, থানা, কলেজ ছাত্রদলের নেতা-কর্মীদের সাথে নিয়ে মনোনয়ন পত্র জমাদেন।
এসব মনোনয়নপত্র জমা দেন রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার বনানী বিশ্বাসের কাছে। এ সময় সহকারী কমিশনার (ভুমি) আফরোজা আখতার, উপজেলা নির্বাচন অফিসার মো?হাম্মদ সানিয়াজ্জামান।
বিকেল ৪টার দিকে মনোনয়ন জমা দিতে নির্বাচন অফিসে আসেন জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী জিয়াউর রহমান খান। সংগে ছিলেন উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ্ব নাজমুল হক সরকারসহ জাপার নেতৃবৃন্দ।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মেয়র পদে ৪জন, সংরড়্গিত কাউন্সিলর পদে ১৩জন ও সাধারণ কাউন্সিলর পদে ৪৭জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

সর্বশেষ আপডেটঃ ৮:৫৩ অপরাহ্ণ | ডিসেম্বর ০৪, ২০১৫