| সকাল ১০:৫৩ - মঙ্গলবার - ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ৪ঠা শাবান, ১৪৪৬ হিজরি

শিক্ষকের অশালীন মন্তব্যের কারনে এক ছাত্রী আত্মহত্যার চেষ্টা

 অনলাইন ডেস্ক ,   ৯ নভেম্বর ২০১৫, সোমবার,

বাগেরহাটের মোরেলগঞ্জে শিক্ষকের অশালীন মন্তব্যের কারনে বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছেন এক ছাত্রী। মোরেলগঞ্জ কে.জি মাধ্যমিক বিদ্যালয়ের ওই ছাত্রী বাড়িতে ফিরে একাধিকবার আত্মহত্যার চেষ্টাও করেছেন। এ ঘটনায় আজ সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন তার পিতা।
অভিযোগে বলা হয়েছে, ২০১৬ সালের এসএসসি পরীক্ষার্থী ওই ছাত্রীর পিতার অস্বচ্ছলতার কারনে ফর্ম ফিলাপের জন্য স্কুল নির্ধারিত টাকা দিতে ব্যর্থ হয়। পরে স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম তালুকদার জানতে পারেন ছাত্রীটি বিদ্যালয়ের বাইরের শিক্ষকদের কাছে প্রাইভেট পড়েন। এতে ক্ষিপ্ত হয়ে গত শনিবার ওই ছাত্রীকে ক্লাশ চলাকালীন অশ্লীল ভাষায় গালমন্দ করেন শিক্ষক নুরুল ইসলাম। ফর্ম ফিল-আপের টাকা কম দেওয়ায় ওই ছাত্রীকে তিনি প্রকাশ্যে পতিতাবৃত্তি করার নির্দেশ দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। লজ্জা ও ঘৃনায় ছাত্রীটি বিদ্যালয়ে যাওয়াসহ প্রাইভেট পড়াও বন্ধ করে দিয়েছন।
এ বিষয়ে প্রধান শিক্ষক সাজেদা খাতুন ও বিদ্যালয়ের সভাপতি এম এমদাদুল হক বলেন, বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। সহকারী প্রধান শিক্ষক নুরুল ইসলাম তালুকদার বলেন, ফি কম দেওয়ার বিষয় নিয়ে কথা হয়েছে। কিন্তু কোন অশ্লীল উক্তি করা হয়নি। বিদ্যালয়টি আগামী এস.এস.সি পরীক্ষার ফর্ম ফিলাপ ফি ৩৫শ’ টাকা ধার্য করেছে বলে দাপ্তরিকভাবে জানা গেছে।

সর্বশেষ আপডেটঃ ৪:৪৭ অপরাহ্ণ | নভেম্বর ০৯, ২০১৫