| রাত ১:৫৬ - মঙ্গলবার - ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ৪ঠা শাবান, ১৪৪৬ হিজরি

খুলনায় রাকিব হত্যা মামলায় ২ জনের ফাঁসি

অনলাইন ডেস্ক | ৮ নভেম্বর ২০১৫, রবিবার,

খুলনার আলোচিত শিশু রাকিব হত্যা মামলায় দুইজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। তারা হলেন- মো. শরিফ ও মিন্টু খান। আর শরিফের মা বিউটি বেগমকে খালাস দেন আদালত। মহানগর দায়রা জজ আদালতের বিচারক দিলরুবা সুলতানা রবিবার ১২টা ৫০ মিনিটে বহুল আলোচিত এ হত্যা মামলার রায় পড়া শুরু করেন। ঘটনার মাত্র তিন মাস পাঁচ দিনের মাথায় রায় প্রদান বাংলাদেশে এই প্রথম। খুলনা নগরীর টুটপাড়ায় ৩রা আগস্ট বিকেলে শরীফ মটরসে কমপ্রেসার মেশিনের নল মলদ্বারে ঢুকিয়ে হাওয়া দিয়ে নির্মমভাবে হত্যা করা হয় শিশু রাকিবকে। ঘটনাটি মিডিয়াতে গুরুত্ব সহকারে প্রচারিত হলে দেশে-বিদেশে সমালোচনার ঝড় বয়ে যায়।

সর্বশেষ আপডেটঃ ১:৩২ অপরাহ্ণ | নভেম্বর ০৮, ২০১৫