| সন্ধ্যা ৬:১৪ - মঙ্গলবার - ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

গফরগাঁওয়ে যুবলীগ সভাপতিকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল-সমাবেশ, থানা ঘেরাও, পুলিশ মোতায়েন

গফরগাঁও প্রতিনিধি,১৮ অক্টোবর ২০১৫, রবিবারঃ   ময়মনসিংহের গফরগাঁও উপজেলা যুবলীগের সভাপতি গফরগাঁও জেএম সিনিয়র ফাজিল মাদ্রসার উপাধ্যক্ষ আতাউর রহমানকে ডিবি পুলিশ শনিবার গভীর রাতে গ্রেফতার করে ময়মনসিংহ কতোয়ালী থানায় নিয়ে যায়। প্রতিবাদে স্থানীয় নেতৃবৃন্দ কয়েক দফা বিক্ষোভ মিছিল, সমাবেশ ও থানা ঘেরাও করে।
গতকাল বোববার দুপুরে স্থানীয় আ.লীগ নেতৃবৃন্দ ও জে.এম সিনিয়ির মাদরাসার শিক্ষক, ছাত্র-ছাত্রী যুবলীগ সভাপতি আতাউর রহমানের মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল নিয়ে গফরগাঁও থানা ঘেরাও করে। অপরদিকে বিকেলে স্থানীয় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা বিশাল বিক্ষোভ মিছিল শেষে রেলস্টেশনে চত্বরে প্রতিবাদ সমাবেশ করে। আ.লীগ নেতা আমির হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আশারাফ উদ্দিন বাদল, আ.লীগ নেতা আব্দুল হালিম মানিক, দুলাল উদ্দিন আকন্দ, আবুল কাশেম, মোস-ফা কামাল মনি, আব্দুল হামিদ মুনসুর, তরিকুল ইসলাম রিয়েল প্রমুখ। গফরগাঁও পৌর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রসঙ্গত গত শনিবার বিকেলে উপজেলার রসুলপুর ইউনিয়নের সান্দিয়াইন গ্রামে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে গফরগাঁও উপজেলা যুবলীগ সভাপতি আতাউর রহমানকে গভীর রাতে ময়মনসিংহ ডিবি পুলিশ গ্রেফতার করে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, যে কোন ধরনের পরিসি’তি মোকাবেলায় পৌর এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি  পুলিশের নিয়ন্ত্রনে আছে ।

সর্বশেষ আপডেটঃ ৮:০৪ অপরাহ্ণ | অক্টোবর ১৮, ২০১৫