| দুপুর ১২:০৭ - শনিবার - ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

নান্দাইলে বিশ্ব খাদ্য দিবস পালিত

 

ভ্রাম্যমান প্রতিনিধি ঃ  ১৬ অক্টোবর ২০১৫, শুক্রবার,

”গ্রামীন দারিদ্র বিমোচন ও সামাজিক সুরক্ষায় কৃষি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে  শুক্রবার ১৬ অক্টোবর ময়মনসিংহের নান্দাইলে বিশ্ব খাদ্য দিবস/১৫ পালিত হয়েছে।  নান্দাইল কৃষি সম্প্রসারন অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনূষ্ঠানমালায় ছিল সকাল ১১ টায় র‌্যালি ও র‌্যালি পরবর্তী আলোচনা সভা অনূষ্ঠিত হয়।  উপজেলা পরিষদ প্রাঙ্গনে ভারপ্রাপ্ত উপজেলা নিবার্হী অফিসার, সহকারী কমিশনার (ভ’মি) মোঃ জসীম উদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস হাবিবুন ফাতেমা পপি,উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন প্রমূখ।

সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) মোঃ জসীম উদ্দিন বলেন, দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পুর্ণ এখন আর কেউ না খেয়ে মারা যায়না। তিনি আরো বলেন, দেশের খাদ্য মজুত শেষে সরকার বিদেশে খাদ্য রপ্তানী করার ক্ষমতা রাখে। জননেত্রী শেখ হাসিনার সরকার কৃষক বান্ধন সরকার সরকারের ভাবমূর্তি যাতে ড়্গুন্ন না হয় সেদিকে সকলকে সজাগ থাকতে হবে।  উপজেলা কৃষি অফিসার তাঁর স্বাগত বক্তব্যে নান্দাইলের কৃষি বিভাগের সার্বিক দিক তুলে ধরেন। তিনি সরকারের কৃষি ও খাদ্যের বিভিন্ন সাফল্য সম্পর্কে ব্যাখা দেন। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন উপ- সহকারী কৃষি কর্মকর্তা মোঃ দুলাল উদ্দিন।#

সর্বশেষ আপডেটঃ ৫:৪১ অপরাহ্ণ | অক্টোবর ১৬, ২০১৫