| দুপুর ২:৫৫ - সোমবার - ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - ১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি

এমপি লিটন কারাগারে, সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

অনলাইন ডেস্ক   : ১৫ অক্টোবর ২০১৫, বৃহস্পতিবার,

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য  মঞ্জুরুল ইসলাম লিটনকে কারাগারে পাঠিয়েছে আদালত। শিশু হত্যাচেষ্টার মামলায় বৃহস্পতিবার সকালে তাকে গাইবান্ধার আদালতে তোলা হয়। পরে আদালতে শুনানি শেষে কারাগারে পাঠিয়েছে। আদালতে তোলা হলে তার সমর্থকরা আদালত প্রাঙ্গণে ভীড় জমায়। পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর আগে বুধবার রাতে ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টার দিকে তাকে গাইবান্ধায় নিয়ে যায় পুলিশের একটি দল।

সর্বশেষ আপডেটঃ ২:৪৭ অপরাহ্ণ | অক্টোবর ১৫, ২০১৫